
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র ৩দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে লোনাপানি কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পিআইবি’র পরিচালক (অয়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিখিল ভদ্র, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্য শাকিলা পারভীন রুমা, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সময় টিভির বিশেষ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান পারভেজ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। প্রশিক্ষণে পাইকগাছা উপজেলার ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
##
পাইকগাছায় বিএনপির শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে পৌর বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও প্যানেল মেয়র এস,এম, ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, মিরাজুল ইসলাম মিরাজ, সরদার মনিরুজ্জামান মনি, সেলিম রেজা লাকী, আব্দুল মজিদ গোলদার, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, আতাউর রহমান, জিয়াউদ্দীন নায়েব, মোস্তফা মোড়ল, সরদার তোফাজ্জেল হোসেন, আসাদুজ্জামান ময়না, মাস্টার বাবর আলী, আবু মুসা, ইমরান সরদার, মতলেব গাজী, রফি সরদার, শেখ রুহুল কুদ্দুস, আবু বকর সানা, সরদার ফারুক আহমেদ, স.ম. আব্দুল জব্বার, মোহর আলী, তৌহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, এস,এম, টুকু, মশিউর রহমান মিলন, আবু তালেব, আবু হানিফ, দিপংকর বাবু, মেছের আলী সানা, ইলিয়াস হোসেন, বি.এম. আকিজউদ্দীন, ইস্রাফিল আহম্মেদ, রাজিব নেওয়াজ, সাধুচরণ বিশ্বাস, কামাল হোসেন, আব্দুল্লাহ গাজী, হযরত আলী, ইউনুছ মোল্লা, বাবুল সরদার, বাবুল সরদার, বুলবুল আহমেদ, কাশেম জোয়াদ্দার, হারুন সরদার, ফরহাদ হোসেন, হারুন গাজী, বিপ্লব মন্ডল, রেজাউল গাজী, নুর আলী, মোঃ নজরুল, ইয়াউর রহমান, মোঃ মিনারুল, মোঃ রাজ্জাক, হেলাল হাফিজ, মোঃ আলমগীর, মাসুম হাজরা, ইকবাল হোসেন, মুর্শিদ আলম, মোঃ জিয়া, সাদ্দাম গাজী, মোঃ কুদ্দুস ও তোকাজ্জামান গাজী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আব্দুল হান্নান ওমর।
পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠণ
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠণ করা হয়েছে। কমিটি গঠণের লক্ষে সোমবার বিকালে কপিলমুনি বাজার ধান্য চত্ত্বরে ইউনিয়ন জাপা নেতা সরদার ফরিদ আহমেদের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপা’র আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, পৌর আহবায়ক গাজী আব্দুস সামাদ, সদস্য সচিব রবিউল ইসলাম, মুজিবর রহমান, শেখ আজিজ, আশিক মাহমুদ, কৃষ্ণ রায়, আব্দুর রহিম, দেবাশীষ সানা, সাজ্জাত বিশ্বাস, সামছুর রহমান, সাদেক আলী শেখ, মাসুদুল ইসলাম ও হালিম গাজী। সম্মেলনে সরদার ফরিদ আহমেদকে সভাপতি, শেখ ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক ও আব্দুল হালিম গাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কপিলমুনি ইউনিয়ন জাতীয়পার্টির কমিটি গঠণ করা হয়।
##
পাইকগাছায় ১০ পিচ ইয়াবা সহ আটক ১
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা সহ গাউস গাজী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কনি মিয়া ও গোপাল এবং এসআই লুৎফর রহমান সোমবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে উপজেলার বাঁকা বাজার থেকে আরাজী ভবানীপুর গ্রামের নওয়াব আলী গাজীর ছেলে গাউস গাজীকে ১০ পিচ ইয়াবা সহ আটক করে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এস,আই অর্জুন কুমার দাশ বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। যার নং- ০৮, তাং- ১৩/০৩/১৮।
##