
এস, এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা :
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা মহা-বিদ্যালয়ের ফসিয়ার রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৯ প্রতিষ্ঠানের ৩৪০ জন অসচ্ছ্বল মেধাবী শিক্ষার্থীকে ২ লাখ ৭৭ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে কলেজ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ জুলফিকার আলী, প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক, সুরাইয়া বানু ডলি, চেয়ারম্যান পতœী শাহিনা বাবর, জিএম রশিদুজ্জামান, এ্যাডঃ মোর্তাজা জামান আলমগীর রুলু, দাউদ শরীফ, মনোহর চন্দ্র সানা।
স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ রবিউল ইসলাম। প্রভাষক ময়নুল ইসলাম ও প্রভাষক ইতি বৈরাগীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, শিক্ষার্থী সাকিবা ইয়াসমিন উর্মী, তামান্না নিশাদ রুম্পা, সাথী মন্ডল, প্রিয়া ও দ্বীপশিখা মন্ডল। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, জিএম আজহারুল ইসলাম, হাফিজুর রহমান, এসএম লোকমান হাকিম, হায়দার আলী পাড়, এ্যাডঃ হুমায়ন কাদির, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক আবু সাবাহ, পিন্টু, অজিত কুমার সরকার ও মিরাজুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি মেয়র সেলিম জাহাঙ্গীরের সৌজন্যে পাইকগাছা ক্যাবলস্ -এর মাধ্যমে টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
##
পাইকগাছায় বিএনপি থেকে শ্রমিকনেতা জব্বারের পদত্যাগ
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা পৌর বিএনপি ও উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদল থেকে পদত্যাগ করেছেন শ্রমিকনেতা শেখ আব্দুল জব্বার বাবলু।
তিনি শারীরিক ও মানষিক অসুস্থতার কারণ দেখিয়ে শনিবার পৌর বিএনপি’র সভাপতি সম্পাদক বরাবর দলের সকল পদ থেকে অব্যাহতির আবেদন করেন। দলীয় এ নেতা পৌর সভার ৭নং ওয়ার্ড বাতিখালী গ্রামের মৃত শেখ খুশজান আহম্মেদের ছেলে। তিনি দীর্ঘদিন পৌর বিএনপি ও শ্রমিকদলের গুররুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ ব্যাপারে আবেদন পত্রটি পেয়েছেন বলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনি জানান।
##
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় প্রায় ২৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর আওতায় উপজেলার ২৭১ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৭৬৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী ২১ হাজার ৮৭৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষে শনিবার সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে কর্মসূচীর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান মুকুল, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, শিক্ষক শংকর মন্ডল, মাখন লাল সরকার, আব্দুল কুদ্দুস ও আব্দুর রাজ্জাক।