পাইকগাছা সংবাদ ॥ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা


505 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাইকগাছা সংবাদ ॥ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
মার্চ ১৪, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, অপু মন্ডল, প্রাক্তন শিক্ষক রনজিত কুমার সরকার, অখিল কুমার সরকার, শিক্ষক খালেকুজ্জামান, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, এ্যাডঃ মোজাফফার হাসান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন. ইসলাম সাগর, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, মিনারুল ইসলাম সানা। বক্তব্য রাখেন, শিক্ষক পঞ্চানন সরকার, আব্দুল ওহাব, প্রণব কুমার বিশ্বাস, ফজলুল আযম, মৃণাল কান্তি রায়, রোকনুজ্জামান, শুভাশিষ রায়, মেরিনা আফরোজ, অরবিন্দু হাজরা, দিপংকর ফৌজদার, আনন্দ মোহন কংসবনিক, খানজাহান আলী, শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা তনু ও মৌমিতা শীল।
##

পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বিশ্বাস ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, সুধাংশু মন্ডল ও প্রধান শিক্ষক অঞ্জলী রাণী রায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় শিক্ষাপ্রতিষ্ঠান সহ ২০টি প্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে।
##

পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নুরজাহান মেমোরিয়াল হাসপাতাল মিলনায়তনে শাখা ব্যবস্থাপক ও এভিপি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, ডাঃ মোঃ রুহুল আমিন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, ইসলামী ব্যাংকের ম্যানেজার (অপারেশন) মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ইমদাদুল হক, প্রকল্প কর্মকর্তা হুমায়ুন কবির, সিনিয়র ফিল্ড অফিসার মোঃ আসাদুল ইসলাম। ক্যাম্পের মাধ্যমে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের ২৫ শিশু পুত্র সন্তানকে ফ্রি খতনা ও উপকরণ প্রদান করা হয়।
##
পাইকগাছার গদাইপুর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠণ
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছার গদাইপুর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠণ করা হয়েছে। কমিটি গঠণের লক্ষে বুধবার বিকালে গদাইপুর বাজার চত্ত্বরে ইউনিয়ন জাপা নেতা কাশেম আলী সরদারের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপা’র আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, পৌর আহবায়ক গাজী আব্দুস সামাদ, সদস্য সচিব গাজী রবিউল ইসলাম, আশিক মাহমুদ, ইউপি সদস্য জবেদ আলী গাজী, কৃষ্ণ রায়, শেখ সাদেক আলী, মঞ্জুরুল ইসলাম, শেখ ইউসুফ আলী, আব্দুল সরদার, মুজিবর রহমান, শেখ আব্দুল আজিজ, শেখ মাসাদুর রহমান, দেবাশীষ সানা, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম সিরাজ, তন্ময় রায়, ডাবলু হোসেন, খায়রুল ইসলাম, জি,এম, বাবলা, গোলাম রসুল, মোবারক হোসেন, সোহরাব হোসেন, আফসার গোলদার, শওকত নায়েব, পারিজাত মল্লিক, আজিবর রহমান, নজরুল ইসলাম, তালেব হোসেন ও শেখ আকবর আলী। সম্মেলনে জবেদ আলী গাজীকে সভাপতি, সোহরাব গোলদারকে সাধারণ সম্পাদক ও মোবারক গাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গদাইপুর ইউনিয়ন জাতীয়পার্টির কমিটি গঠণ করা হয়।
##