
এস, এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা :
পাইকগাছায় বিদেশী অস্ত্রসহ আটক যুবককে থানায় হস্তান্তরের পর মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় র্যাব বাদি হয়ে থানায় মামলা করেছে। আটক অজিয়ার রহমান মোড়ল (২৫) উপজেলার রামনগর গ্রামের মোমিন মোড়লের ছেলে। ঘটনার দিন রোববার রাত ১০টার দিকে র্যাব-৬ এর ডিএডি আকবর হোসেনের নেতৃত্বে র্যাব-৬ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিমনগরের মানিকতলা বাজারে অভিযান চালিয়ে দু’যুবক অস্ত্র সরবরাহ করার সময় দুই রাউন্ড গুলিভর্তি ১টি বিদেশী পিস্তল (ইউএসএ) সহ অজিয়ার কে হাতে নাতে আটক করে। এসময় অস্ত্র সরবরাহকারী ছাত্রলীগ পরিচয়ধারী রাজু পালিয়ে যায়। পরে অজিয়ারের স্বীকারোক্তীতে পার্শ্ববর্তী সালাম মোড়লের বাড়ীর পশ্চিম পাশের গভীর নলকূপ প্রকল্পের পরিত্যাক্ত টিনসেড ঘরের পাট-খড়ির স্তুপের ভিতর থেকে ১টি ভারতীয় তৈরী সিঙ্গেল ব্যারেল বন্দুক উদ্ধার করেন। এরপর আটক অজিয়ারকে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাত ১০টার দিকে থানায় সোপর্দ করে। এব্যাপারে আটক অজিয়ার জানান, কাছে পাওয়া পিস্তলটি এলাকার ছাত্রলীগ নেতা রাজু (আমার) তার কাছে সরবরাহ করে। এঘটনায় র্যাব-৬ এর ডিএডি (সিপিসি-১) আকবর হোসেন বাদী হয়ে অজিয়ারকে প্রধান, একই এলাকার আফসার মোড়লের ছেলে রাজু (২৫) ও অজ্ঞাত দু’জনকে আসামী করে অস্ত্রআইনে থানায় মামলা করেছে বলে ওসি আশরাফ হোসেন জানান। যার নং-০৪।
##
পাইকগাছায় দু’জামায়াত নেতা আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় দু’জামায়াত নেতাকে আটক করা হয়েছে। আটককৃত দু’নেতা হলেন উপজেলার রাড়–লী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মৃত মুন্সি দেলোয়ার হোসেনের ছেলে এছেম গোলদার (৫৫) ও বাঁকা ভবানীপূর গ্রামের মোঃ হানেফ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৪)। নাশকতার আশংকায় থানা পুলিশের এসআই বিশ্বজিত অধিকারী মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে জামায়াতের এ দু’নেতাকে আটক করে। আটককৃতদের ১১ (০৪) ১৫ নং নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি আশরাফ হোসেন জানান।
##
পাইকগাছায় সামাজিক নিরাপত্তা বিষয়ক পৃথক ওরিয়েন্টশন অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় সামাজিক নিরাপত্তা বিষয়ক পৃথক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। সুশীলন শরিক প্রকল্পের সহায়তায় রোববার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চুর সভাপতিত্বে ও শনিবার সকালে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে লতা এবং ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদারের সভাপতিত্বে দেলুটিতে অনুষ্ঠিত পৃথক ওরিয়েন্টশনে উপস্থিত ছিলেন, ইউপি সচিব জাভেদ ইকবাল ও ধীমান মল্লিক। বক্তব্য রাখেন সুশীলন শরিক প্রকল্পের মাঠ সহায়ক আব্দুল ফাত্তাহ ও আব্দুস সামাদ। অংশগ্রহণ করেন, ইউপি সদস্য ও স্থায়ী কমিটির সদস্যগণ। ওরিয়েন্টশনে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা সহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বিস্তারিত আলোচনা হয়।