
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
খুলনার পাইকগাছার রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অর্থ আত্মসাৎ সহ নানাবিধ অভিযোগ ৩ সদস্যের তদন্ত কমিটি সম্পন্ন করেছে। উপজেলার ৩০নং রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধা রাণীর বিরুদ্ধে ভুয়া ভাউচার তৈরী করে অর্থ আত্মসাৎ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ হয়। জেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরিত অভিযোগে বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, রনজিত কুমার দাশ, জাহান আলী গাজী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ গাজী সহ প্রায় দেড় শতাধিক স্থানীয় ব্যক্তিবর্গ। সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, রফিকুল ইসলাম ও ঝংকর ঢালীকে তদন্ত করার জন্য দায়িত্ব প্রদান করেন কর্তৃপক্ষ। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা বলেন, তদন্ত সম্পন্ন হয়েছে, উনারা সবকিছু বলতে পারেন। গত ৯ সেপ্টেম্বর তদন্ত কমিটি তদন্ত শেষ করে রোববার উর্দ্ধতন কর্তৃপক্ষের তদন্ত রিপোর্ট প্রদান করেছেন বলে সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান জানান। উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম বলেন, তদন্ত কমিটির রিপোর্ট পেয়েছি। ২/১ দিনের মধ্যে জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হবে।
#
পাইকগাছায় সাংবাদিক নজরুলের পিতার মৃত্যু
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
খুলনার পাইকগাছায় সাংবাদিক মোঃ নজরুল ইসলামের পিতা আব্দুর রহিম গাজী (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি………রাজিউন)। রোববার সকালে ভিলেজ পাইকগাছার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাইকগাছা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।