পাইকগাছা সংবাদ ॥ লতা ইউনিয়ন আ’লীগের জনসভা


465 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাইকগাছা সংবাদ ॥ লতা ইউনিয়ন আ’লীগের জনসভা
মার্চ ১০, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছার লতা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শামুকপোতা সার্বজনীন রাধা-কৃষ্ণ মন্দির চত্বরে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও লতা ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, শেখ হেদায়েত আলী টুকু, সরদার গোলাম মোস্তফা, গোলক বিহারী মন্ডল, শেখ আনিছুর রহমান মুক্ত, প্রকাশ সরকার টুকু, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, বাবু লাল বিশ্বাস, মিনারুল ইসলাম সানা, আসিফ ইকবাল রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান। যুবলীগনেতা সুকুমার ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন, জাহিদুল আলম, আনোয়ার হোসেন, সোহরাব হাওলাদার, ইউপি সদস্য প্রদীপ মহলদার, কৃষ্ণ রায়, শিবানন্দ মন্ডল, স্বপন মন্ডল, মদন মন্ডল, বিশ্বজিৎ শীল, নির্মল বৈদ্য, রথিন মন্ডল ও প্রেমাংশু সরকার। জনসভায় বক্তারা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে পুনরায় দলীয় মনোনয়ন প্রদানের দাবী জানিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
##

 


পাইকগাছায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছায় র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিডিপিসি এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে “জানবে বিশ্ব জানবে দেশ, দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, তারেক আহম্মেদ, শিক্ষক প্রদীপ শীল, দিপংকর ফৌজদার, আনন্দ বনিক, উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, সাংবাদিক এন ইসলাম সাগর, বিডিপিসি’র প্রতিনিধি আল ফারুক, আহসান আহম্মেদ, মোঃ মুছা, মুক্তা বেগম, সাইফুল ইসলাম, গহর আলী সরদার, সবুর হোসেন, শিক্ষার্থী আসির ফয়সাল ও মুন্নী দাশ।

##

পাইকগাছার খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছায় বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি বিদ্যালয়ের সভাপতি কুমারেশ চন্দ্র রায় স্বাক্ষরিত পত্রে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভাপতির লিখিত পত্রে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের তহবিল হতে অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রধান শিক্ষক বিষ্ণুপদ মন্ডলকে দুই বার কারণ দর্শনার নোটিশ প্রদান করা হয়। পধান শিক্ষক দুটি নোটিশের জবাব প্রদান করে। কিন্তু জবাব কাল্পনিক, জাল-জালিয়াতির তথ্য সম্বলিত এবং সন্তোষ জনক না হওয়ায় ১০ ফেব্রুয়ারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় বিষ্ণুপদ মন্ডলকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত পত্র সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও অধিদপ্তরের মহাপরিচালক বোর্ড চেয়ারম্যান সহ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে বলে সভাপতি কুমারেশ চন্দ্র রায় নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে প্রধান শিক্ষক বিষ্ণুপদ মন্ডলকে পাওয়া যায়নি।
##
পাইকগাছায় টেকনিক্যাল স্কুল ও কলেজের অধিগ্রহণকৃত জমির ন্যার্য্য মূল্য না পাওয়ায় জমির মালিকদের চরম ক্ষোভ
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::

পাইকগাছায় টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য অধিগ্রহণকৃত জমির মূল্য বাজারমূল্যের থেকে কম নির্ধারণ করায় জমির মালিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জমির ক্ষতিপূরণ সহ ৩ গুণ মুল্য দেওয়া হবে বললেও জমির প্রকৃত মূল্য দেওয়া হচ্ছে না বলে ভুক্তভোগী জমির মালিকদের অভিযোগ। গদাইপুর মৌজায় যে স্থানে টেকনিক্যাল স্কুল করা হচ্ছে সেই স্থানের বর্তমান বাজার মূল্য বিঘা প্রতি প্রায় ৩০ লক্ষ টাকা। আর খুলনা এডিসিএলএ শাখার অধিগ্রহণ কর্মকর্তারা সে জমির মূল্য নির্ধারণ করেছে বিঘা প্রায় ২১ লাখ টাকা। ক্ষতিপূরণ সহ ৩ গুণ দেওয়ার স্থলে জমির প্রকৃত মূল্য থেকেও কম টাকা নির্ধারণ করা হয়েছে। যা নিয়ে জমির মালিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তুষ্টি বিরাজ করছে। জমি অধিগ্রহণ কার্যের শুরু থেকে ঘোষ ও ঋশি পরিবার জমি না দেওয়ার জন্য আপত্তি দিয়ে আসলেও তা আমলে নেওয়া হয়নি। তারা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করেছে। এদিকে উচ্চ মূল্যের জমি স্বপ্ল মূল্য নির্ধারণ করায় সকল জমির মালিক ন্যার্য্য মূল্য পাওয়া জন্য আদালতের সরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য টেকনিক্যাল স্কুল ও কলেজটি পাইকগাছা সলুয়া মৌজায় প্রথম নির্ধারণ ছিল বলে জানাযায়। তবে শেষমেষ সেটিকে বাদ দিয়ে গদাইপুর মৌজায় বাস্তবায়ন করা হচ্ছে। স্থানটি আবাসিক এলাকার মধ্যে হওয়ায় বসতবাড়ীর উচ্ছেদ সহ অন্যান্য পরিবারের বসতবাড়ী নির্মাণের পরিকল্পনাও ধূলিস্বত হয়ে যাওয়ায় নতুন করে আবাসস্থল নির্মাণ করার জন্য চরম বিপাকের মধ্যে রয়েছে অধিগ্রহণকৃত জমির মালিকরা। এমন স্বপ্লমূল্যে জমির দাম নির্ধারণ করায় শতাধিক পরিবার চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। যা উন্নয়নশীল সরকারের ভাবমুর্তিকেও ক্ষুন্ন করছে। এ ব্যাপারে জমির মালিক প্রকাশ ঘোষ, বিকাশ ঘোষ, শান্তি ঋশি, কওছার সরদার, শাহজুদ্দিন সরদার বলেন, ক্ষতিপূরণ সহ ৩ গুণ জমির মূল্য দেওয়া হবে বলে এখন জমির ন্যার্য্য মূল্য দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে ন্যার্য্য মূল্য পাওয়ার জন্য আদালতের সরণাপন্ন হতে বাধ্য হচ্ছি।
##
পাইকগাছায় বাঁকা পূর্ব ঘোষ পাড়ায় ২৪ প্রহর ব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠিত
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছার বাঁকা পূর্ব ঘোষ পাড়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপি ৩১ তম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবারে অধিবাসের মধ্যদিয়ে মহানামযজ্ঞ শুরু হয়। শনিবার নামযজ্ঞ কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, রাড়–লী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি অশোক কুমার অধিকারী সহ পরিষদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, শিক্ষক সুশান্ত বিশ্বাস, অলোক ঘোষ, প্রশান্ত বিশ্বাস, কার্তিক হালদার, বিশ্বদেব অধিকারী, উত্তম হালদার, তাপন দে, মন্টু ঘোষ, পিযুষ ঘোষ।

##