
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
খুলনার পাইকগাছার সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ঘোষাল বান্দিকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসুটী পালিত হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বৃক্ষ চারা রোপন করে কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন, মোঃ আলমগীর হোসেন, মো আসাদুজ্জামান, দেবাশীষ দাসসহ বিভিন বিদ্যালয়ের প্রধান ও সহকরী ক্ষিক বৃন্দ। গ্রীন বেল্ট ফেজ-২ কর্মসুচীর আওতায় খুলনা জেলায় বৃক্ষ রোপন কর্মসুচীর অংশ হিসেবে পাইকগাছা উপজেলার সকল গ্রাথকি বিদ্যালয়ে এ কর্মসুচী পালিত হয়। জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেনের সভাপতিতে প্রধান অতিথী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ভিডিও কনফরেন্সের মাধ্যমে এর উদ্বোধন করার পর পাইকগাছায় উদ্বোধন করা হয়।
#
পাইকগাছয় দেলুটি ইউনিয়নে ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাপান প্রতিনিধি দল ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
খুলনার পাইকগাছায় ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ দ্বীপ-বেষ্ঠিত দেলুটি ইউনিয়ন পরিদর্শন করেছেন জাপান প্রতিনিধি দল ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের ২০ ও ২০/১ পোল্ডারের ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মানের জন্য প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন, জাপানের ডিজাষ্টার ম্যানেজমেন্ট ডিভিশন মাসাকি ইসি, জাইকার কনসালট্রান্ট মোঃ নুরুলামিন তালুকদার, খুলনা নির্বাহী প্রকৌশলী পলাশ কান্তি ব্যানার্জী, সহকরী প্রকৌশলী ফরিদ উদ্দীন, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউপি সদস্য রবীন্দ্র নাথ মন্ডল। উল্লেখ্য, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানে উপজেলার দেলুটি ইউনিয়নের শিবসা নদীর তীরে অবস্থিত কালীনগর, চকরিবকরী, গেওয়াবুনিয়ার ওয়াপদা বাঁধ ভেঙ্গে ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়। ক্ষতিগ্রস্থ হয় শ’শ’ বাড়িঘর, ফসলের ক্ষেত ও চিংড়ি ঘের। ক্ষতিগ্রস্থ এলাকায় স্থায়ী বাঁধ নির্মানের জন্য এ প্রতিনিধি দল সরজমিনে আসছেন বলে চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানিয়েছেন।
#
পাইকগাছায় অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
এস,এম, আলাউদ্দিন সোহাগ ::
খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অনলাইনের মাধ্যমে ১২টি স্কুলের ৩৬জন ছাত্র-ছাত্রীর মাঝে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উদ্যোগে উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মৃদুল কান্তি দাস, শেফালী খাতুন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।