পাইকগাছা সংবাদ ॥ সিনিয়র মাদ্রাসার নতুন বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন


822 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাইকগাছা সংবাদ ॥ সিনিয়র মাদ্রাসার নতুন বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন
মার্চ ২৮, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছা সিনিয়র মাদ্রাসার নতুন বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বেজ ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ কাজের সূচনা করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গৌতম কুমার মজুমদার, শেখ আব্দুস সাত্তার, রাজ্জাক শেখ, শিক্ষক কৌস্তব রঞ্জন সানা, আবু সাদেক, আবু হেনা মোস্তফা, জিএ গফুর, সুকুমার মন্ডল, আব্দুল মজিদ ও ঠিকাদার নির্মল বাবু। উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হকের প্রচেষ্টায় মাদ্রাসার ৪তলা ফাউন্ডেশনের নতুন এ ভবন নির্মাণে ৭২ লক্ষ টাকা বরাদ্দ হয়।
##


পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের শিক্ষা উপহার বিতরণ
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শাখা ব্যবস্থাপক মোঃ মনজুরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফফার, ম্যানেজার অপারেশন মিজানুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক হুমায়ুন কবির, সিনিয়র ফিল্ড অফিসার আছাদুল ইসলাম, মাহফুজুর রহমান, জুনিয়র ইউনিট অফিসার আমির হোসেন ও সরোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রকল্পের সদস্যদের ২৬৭ মেধাবী সন্তানকে ২ লক্ষ ৩৪ হাজার টাকার শিক্ষা উপহার প্রদান করা হয়।
##

পাইকগাছায় দুস্থ ব্যক্তিদের মাঝে কুয়েত সোসাইটির ত্রাণ বিতরণ
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছায় সোসাইটি ফর ইসলামীক ট্রের্নিং সেন্টার বাংলাদেশ এর উদ্যোগে কুয়েত সোসাইটি রিলিফ এর ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সিনিয়র মাদ্রাসা মাঠে ৫শ মুসলিম দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন, সোসাইটি ফর ইসলামীক ট্রের্নিং সেন্টার বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক আকতারুজ্জামান লাভলু, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কাজী নেয়ামুল হুদা কামাল, কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী ও সরবানু বেগম। অনুষ্ঠানে ৫ শতাধিক দুস্থ ব্যক্তির প্রত্যেককে ত্রাণ হিসাবে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি লবণ, ১ কেজি ডাল ও ১ কেজি তৈল বিতরণ করা হয়।
##

পাইকগাছায় যৌথ পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছা পৌর পাইপ লাইন প্রকল্প এর বর্তমান অবস্থার সার্ভে প্রতিবেদন পর্যালোচনা ও প্রকল্পের সেবার মান উন্নয়নে যৌথ পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ও নবলোকের উদ্যোগে বুধবার সকালে লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে পাইপ লাইন গ্রাহক সমিতির সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। রিসোস পার্সোন ছিলেন ট্যারিফ বিশেষজ্ঞ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর সচিব লিয়াকত আলী, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ। বক্তব্য রাখেন, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কাজী নেয়ামুল হুদা কামাল, শেখ মাহাবুবর রহমান রনজু, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, এসএম তৈয়েবুর রহমান, গাজী আব্দুস সালাম, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, কবিতা দাশ, আসমা আহম্মেদ ও সরবানু বেগম।

##