
এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছার সোলাদানা ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীরা আবারো দু’দফা হামলার শিকার হয়েছে আওয়ামী সমর্থিত প্রার্থীর কর্মীদের হাতে। যাতে আহত হয়েছে কমপক্ষে ১০জন। ভাংচুর হয়েছে একটি মটরসাইকেল। শুক্রবার রাত ৮টায় ইউনিয়নের আবু হোসেন কলেজের সম্মুখে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস,এম, এনামুল হকের কর্মীরা নির্বাচনী প্রচারণা শেষে ফিরে যাওয়ার পথে আওয়ামী সমর্থিত প্রার্থী মোঃ আব্দুল মান্নান গাজীর কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে শারাফত ইসলাম হিরো, জাহাঙ্গীর হোসেন ও বিপ্লব মন্ডলকে বেপরোয়া মারপিট করে আহত করে। এ সময় তাদের কাছে থাকা একটি মটরসাইকেল ভাংচুর করে। একই দিন রাত ৯টায় আমুরকাটা দীঘা নামক স্থানে ধানের শীষ প্রতীকের কর্মীরা ফিরে যাওয়ার পথে প্রার্থী এস,এম, এনামুল হকের ভাই পৌর কাউন্সিলর এস,এম, ইমদাদুল হক, এস,এম, তৈয়েবুর রহমান ও অন্যান্য কর্মীদের মধ্যে শফিউল্লাহ, ইকরামুল হক, রহমত সানা, সেলিম রেজা লাকী, এরশাদ আলীর উপর হামলা চালিয়ে আহত করে। প্রত্যেকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত অবস্থায় রহমত আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে গত ১৬ মার্চ পূর্ব দীঘা নামক স্থানে আওয়ামী সমর্থিত প্রার্থীর কর্মীদের হাতে ধানের শীষ প্রতীকের কর্মী প্রণব কান্তি মন্ডলকে মারপিট করে আহত করে। বর্তমানে প্রণবও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে ৫নং সোলাদানা ইউনিয়নে নির্বাচনী পরিবেশ উত্তাপ্ত হয়ে উঠেছে। এ অবস্থা চলতে থাকলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে বিএনপি সমর্থিত প্রার্থী এস,এম, এনামুল হক মুঠোফোনে জানান, আওয়ামী প্রার্থী ও তার কর্মীদের হুমকিতে তার কর্মীরা প্রচার-প্রচারণায় নামতে পারছে না। প্রতিনিয়ত তার কর্মী বাহিনীর উপর হামলার শিকার হচ্ছে। এ ব্যাপারে আওয়ামী সমর্থিত আব্দুল মান্নান গাজী বলেন, বহিরাগতরা এলাকায় এসে ভোট চাওয়ার সময় তার কর্মী বাহিনীকে প্রথমে ধাওয়া দিলে এনামুলের কর্মী বাহিনী ছোটাছুটি করতে যেয়ে আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। এর বেশি কিছু তিনি জানেন না বলে এ প্রতিনিধিকে জানান।
##
পাইকগাছায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের দিক নির্দেশনামূলক কর্মশালা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে নির্বাচন কাজে নিয়োজিত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের দিক নির্দেশনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় রিটার্নিং অফিসার হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল আমিন, রিটার্নিং অফিসার এসএমএ রাসেল, এএইচএম জাহাঙ্গীর আলম, সেলিম আখতার, দেবাশীষ সরদার। নির্বাচন সমন্বয়কারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের উদ্দেশ্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ও অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাৎক্ষনিকভাবে যথাযথ দায়িত্ব পালন করার জন্য সংশ্লিষ্ট রিটার্ণিং অফিসারদের দিক-নির্দেশনা দেয়া হয়।