
এস, এম, আলাউদ্দিন সোহাগ ::
পাইকগাছা হোমিও প্যাথিক প্যারামেডিকেল কলেজের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে ইউনিভার্স্যাল এডাস স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ সুব্রত কুমার রপ্তান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত, প্যানেল মেয়র এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ডাঃ দিলীপ কুমার মন্ডল। বক্তব্য রাখেন প্রভাষক ডাঃ তাপস সরকার, যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক প্রদীপ সরকার ও ডাঃ সঞ্জিত সরকার। উল্লেখ্য অত্র এলাকায় এটাই প্রথম হোমিও প্যাথিক প্যারামেডিকেল কলেজ। বৃহস্পতিবার থেকে শিক্ষার্থী ভর্তি করার মধ্য দিয়ে অত্র প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রতি শুক্রবার ইউনিভার্স্যাল এডাস স্কুলে পাঠদান করানো হবে। দুই বছরের কোর্স সম্পন্ন করার পরবর্তী ৬ মাসের ইন্টানী শেষে শিক্ষাথীদের মাঝে সনদ প্রদান করা হবে।