
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
কূটনৈতিক টানাপড়েনের মধ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবি জোরাল হয়ে উঠলেও আপাতত সেদিকে এগোচ্ছে না বাংলাদেশ।
টানাপড়েনের মধ্যে ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার কয়েক ঘণ্টার জন্য নিখোঁজ থাকার প্রেক্ষাপটে মঙ্গলবার সংসদে এই প্রশ্নের মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
জবাবে তিনি বলেন, “টানাপড়েন হলেই যে সম্পর্ক ছিন্ন করতে হবে এমন নয়। যুদ্ধের সময়ও অনেক দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকে।”
“আপাতত কিছু করতে চাচ্ছি না। ভবিষ্যৎ বলে দেবে এটা কোন দিকে যাবে। সময়টা বিবেচনা করতে হবে। সব কথার শেষ কথা হল, জাতীয় স্বার্থটা মাথায় রাখতে হবে।”
“সেই বিষয়টা বিবেচনা করে আমরা আন্তর্জাতিক সম্পর্ক মূল্যায়ন করে থাকি এবং পদক্ষেপগুলো গ্রহণ করি। পাকিস্তানের ক্ষেত্রে এই বিষয় প্রযোজ্য হবে।”