
ভেয়স অব সাতক্ষীরা ডটকম ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারের ওই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই চরমপন্থী সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে নিরাপত্তাবাহিনী।
শুক্রবারের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডন ডটকম।
সেনাসূত্র বলেছে, আফগান সীমান্তে দাত্তা খেলের লাওরা মান্দি গ্রামে এই হামলা চালানো হয়। ওই এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তালেবানের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছে সেনাবাহিনী।
খবরে বলা হয়, একটি বাড়ির ওপর ড্রোন থেকে দুটো মিসাইল ছুড়ে মারা হয়।
নিরাপত্তাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এই ড্রোন হামলায় পাঁচ জিহাদি নিহত হয়েছেন।’
ওই এলাকায় সাংবাদিকদের অনুপ্রবেশ সহজ নয় বলে প্রায়শই এ ধরনের খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয় না।
আফগান সীমান্তে পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত সাত এলাকার একটি উত্তর ওয়াজিরিস্তান। এসব এলাকা তালেবান ও আল কায়েদার ঘাঁটি বলে পরিচিত।
তালেবান দমনের জন্য গত বছর জুনে উত্তর ওয়াজিরিস্তানে বিশেষ সেনা অভিযান শুরু করে পাকিস্তান। অভিযানটি জার্ব-ই-আজব নামে পরিচিত।