
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
পাকিস্তানে বাংলাদেশ হাই কমিশনের নিখোঁজ কর্মকর্তাকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়া গেছে। দেশটিতে বাংলাদেশের হাই কমিশনার সোহরাব হোসেন সোমবার মধ্যরাতে এই তথ্য জানিয়েছেন।
ঢাকায় পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তাকে দুপুরে ডিবি আটক করার পর বিকালে নিখোঁজ হন ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইংয়ের পার্সোনাল স্টাফ (পিও) জাহাঙ্গীর হোসেন।
হাই কমিশনার সোহরাব হোসেন রাত দেড়টার দিকে টেলিফোনে বলেন, ”৫ মিনিট আগে জেনেছি যে সে নিরাপদে ফিরেছে।”
তবে জাহাঙ্গীরের নিখোঁজ হওয়ার ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি সোহরাব হোসেন।
ঢাকায় পাকিস্তান দূতাবাসের প্রেস সেকশনের অ্যাসিটেন্ট প্রাইভেট সেক্রেটারি আবরার আহমেদ খানকে দুপুরে গোয়েন্দা পুলিশ ধরে নেওয়ার পর সন্ধ্যায় হাই কমিশনের কর্মকর্তাদের জিম্মায় ছেড়ে দেয়।
তার কাছে অবৈধভাবে রাখা ভারতীয় রুপি পাওয়া গিয়েছিল বলে পুলিশ দাবি করলেও তা প্রত্যাখ্যান করে পাকিস্তান হাই কমিশন এই ঘটনার নিন্দা জানায়।
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এবং ঢাকায় পাকিস্তানের হাই কমিশন কর্মকর্তাদের জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সোমবার দূতাবাসকর্মীদের নিয়ে এই ঘটনা ঘটল।