
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
শেষ পর্যন্ত আহমেদ শেহজাদকে দলে ফিরিয়ে আনলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি২০ বিশ্বকাপ স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে পাক এই ওপেনারকে।
আর এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়লেন খুররম মনজুর। টুর্নামেন্টে তিন ম্যাচে মাত্র ১১ রান করেছেন খুররম।
আর পাকিস্তান বাদ পড়ে যায় বাংলাদেশের কাছে হেরে। মূলত পাকিস্তান সুপার লীগ (পিএসএলে) অসাধারণ পারফর্ম করার ফলস্বরুপ আবার দলে ফিরলেন শেহজাদ।
৪০ টি-টোয়েন্টিতে ৯৪১ রান করেছেন শেহজাদ। দলে ফিরেছেন খালিদ লতিফও।
১৬ মার্চ কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।
এশিয়া কাজে হারলেও আফ্রিদির হাতেই পাকিস্তান দলের নেতৃত্ব থাকছে।
পাকিস্তান দল : শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শেরজিল খান, আহমেদ শেহজাদ, উমর আকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান, খালিদ লতিফ, মোহাম্মদ নেওয়াজ, ইফতিখার আহমেদ এবং মোহাম্মদ সামি।