
অনলাইন ডেস্ক ::
ইন্দোনেশিয়ার একটি দোকানে তালাবদ্ধ অবস্থায় আটকে থাকা ১৯৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ।
সুমাত্রার মেদান দ্বীপে মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া ওই ব্যক্তিরা মানব পাচারকারীদের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিল বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছ।
ইন্দোনেশিয়ার অভিবাসন কর্মকর্তা ফেরি মনাঙ্গ সিহিতে বৃহস্পতিবার এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই বাংলাদেশিরা পর্যটক হিসেবে বালি ও ইয়োগাকার্তা শহরে এসেছিল। কাজের জন্য তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া। এরা মানব পাচারের শিকার। প্রলোভনে তারা এখানে এসেছে।
অভিবাসন কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে যাদের শারীরিক অবস্থা ভালো তাদের এখন অভিবাসন কেন্দ্রের বন্দিশিবিরে রাখা হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯ বছর বয়সী মাহবুব এক সংবাদ মাধ্যমকে বলেন, এখানে যারা আটকে ছিলেন তাদের মধ্যে কেউ কেউ প্রায় তিন মাস ধরে অবস্থান করছিলেন।
তিনি বলেন, আমরা প্রতারণার শিকার হয়েছি। মালয়েশিয়ায় যেতে চেয়েছিলাম সবাই। বাংলাদেশ থেকে বালিতে এসে পৌঁছেছি; এরপর চারদিনের বাসে মেদানে এসেছি।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কোনও বক্তব্য জানতে পারেনি রয়টার্স।