
পাটকেলঘাটার কুমিরার প্যানেল চেয়ারম্যান মনোনীত হলেন মোস্তাফিজুর রহমান
মোঃ কামরুজ্জামান মোড়ল :
পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য শেখ মোস্তাফিজুর রহমান বাবু প্যানেল চেয়ারম্যান মনোনীত হয়েছেন।
ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৩ এপ্রিল শেখ গোলাম মোস্তফা চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৩ (১) উপধারামতে পরিষদ গঠিত হবার ৩০ কার্যদিবসের মধ্যে অগ্রাধিকারক্রমে ৩ সদস্যের একটি প্যানেল চেয়ারম্যানের তালিকা প্রস্তুতপূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এরই প্রেক্ষিতে ওই বছরের ৩১মে চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনাশেষে সর্বসম্মতিক্রমে ৬নং ওয়ার্ড সদস্য শেখ মোস্তাফিজুর রহমান বাবুকে ১নং প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়।
ইউনিয়ন পরিষদ আইনের ধারা ৩৩ এর (২)উপধারামতে চেয়ারম্যানের অসুস্থতা,অনুপস্থিতি,বা যেকোন কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে জনস্বার্থে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।
বর্তমান চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা ফৌজদারী মামলায় গত ২৪ আগস্ট সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবার পর বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এরপর ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিতের জন্য রেজুলেশন অনুযায়ী শেখ মোস্তাফিজুর রহমান বাবু ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন।