
অমিত কুমার ,পাটকেলঘাটা ::
পাটকেলঘাটার ভৈরবনগরে ফের সড়ক দুর্ঘটনা হয়েছে। আজ ৫ ঘন্টার ব্যবধানে শাকদহ ও ভৈরবনগরে পৃথক সড়ক দুর্ঘটনা হয়েছে।
আজ রবিবার যশোর নোয়াপাড়া থেকে আকিজ গ্রুপের ২টি পিকনিকের বাস ভ্রমনে য়ায় সুন্দরবন। ফেরার পথে ভৈরবনগর মসজিদ সংলগ্ন মহাসড়কে রাত সাড়ে নয় টার সময় দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ওসি ভয়েস অব সাতক্ষীরাকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিকনিকের বাসে থাকা মতিয়ার রহমান(৪০) ভয়েস অব সাতক্ষীরাকে জানান,বাসটিতে ৩৫ জন মতো লোক ছিল। সামনে দাঁড়িয়ে থাকা কাঠ বোঝাইকৃত একটি আলমসাধুর সাথে এ দুর্ঘটনা ঘঠে।
বাসের নঃ ঢাকা মেট্রো স ১৪-০০৬৯।
আরজু,ফারুখ,আফরোজা,সাথী,শাহাজান,রুপালী,বাবুচ্চি আলম ও তার সহকারীসহ বেশ কয়েকজন মার্মান্তিক আহত হয়েছে। এদের সবাইকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।