
কামরুজ্জামান মোড়ল :
পাটকেলঘাটার প্রবীন ব্যক্তিত্ব তৈলকূপি গ্রামের মোহাম্মদ গাজী গত কাল ভোররাতে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নাঃ………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ৫পুত্র, ৪ কন্যা সন্তান সহ অসংখ্য গুন গ্রাহি রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজে তারই পুত্র মাওঃ মোশারফ হোসেনর ইমামতি করেন। মরহুমের নামের তৈলকূপি গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদের পাশেই তার মরাদেহ শায়িত করা হয়েছে। এসময় অসংখ্য আত্মীয় স্বজন সহ জানাজায় শরিক পাটকেলঘাটা ছিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মনিরুল ইসলাম, মাওঃ আবু মুছা, ক্বারী আব্দুল হামিদ, বিএনপি নেতা হাসান হোসেন বাবু, আলহাজ্জ্ব মুজিবর রহমান, নব নির্বাচিত মেম্বর হাফেজ মোঃ আব্দুল হামিদসহ আরো অনেকে।