
পাটকেলঘাটা ( সাতক্ষীরা) প্রতিনিধি :
পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক , সমাজসেবক তারুন্যর অহংকার তরুন উদীয়মান মোঃ হাফিজুল ইসলাম তিনি নির্বাচনী ফুটবল প্রতীক নিয়ে তার ওয়ার্ডের পাড়া-মহাল্লায় বিরামহীন ভাবে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।এবং ভোটারদের সুখ-দুঃখের খোজ খবর নিচ্ছেন। সাথে সাথে অসহায় মানুষের সহযোগীতা হাত বাড়িয়ে দিয়েছেন। গতকাল গনসংযোগ করেন ভারসা, আচিমতলা, লালচন্দ্রপুর, রাজেন্দ্রপুরসহ বিভিন্ন পাড়া মহাল্লায়। প্রার্থী মোঃ হাফিজুল ইসলাম বলেন আমি নির্বাচিত হতে পারলে জনগনের সেবক হিসেবে কাজ করবো। তিনি আশাবাদী আগামী ২২ শে মার্চে নির্বাচনে এই ওয়ার্ড থেকে ভোটাররা তালা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের জয়যুক্ত করবে। সাথে সাথে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের ৫নংওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী পরিতোষ দাশের ‘তালা প্রতীকে ’গনসংযোগ
পাটকেলঘাটা ( সাতক্ষীরা) প্রতিনিধি :
আগামী ২২মার্চ ইউপি নির্বাচনে পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী প্রবীন অভিজ্ঞ ব্যক্তিত্ব পরিতোষ দাশ। বিগত দিনে ওয়ার্ডে উন্নয়নের তার ভুমিকা ছিল প্রংশানীয়। তার নির্বাচনী ‘প্রতিক তালা’ তিনি এলাকায় বিভিন্ন পাড়া-মহাল্লায় নির্বাচণী প্রতীক নিয়ে গনসংযোগ করেন । গতকাল পাটকেলঘাটা গরুহাটা, শাকদাহ, বাইগনীসহ বিভিন্ন চায়ের দোকানে ভোটারদের সাথে মতবিনিময় করছেন। সাথে সাথে তাদের সুখ-দুঃখে খোজ খবর নিচ্ছেন। প্রার্থী পরিতোষ দাশ বলেন, আমি ৩২টি বছর ইউপি সদস্য হিসেবে আপনাদের পাশে থেকে সেবা করেছি । তার নির্বাচনী প্রতিক তালা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এবং সকলের দোয়া ও আশিবাদ কামনা করেছেন।