পাটকেলঘাটায় এ বি এল স্কুলের উদ্যগে গনসচেতনা মূলক নাটক


432 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাটকেলঘাটায় এ বি এল স্কুলের উদ্যগে গনসচেতনা মূলক নাটক
মার্চ ১০, ২০১৮ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কামরুজ্জামান মোড়ল ::
পাটকেলঘাটায় এ বি এল স্কুলের উদ্যগে  সকাল ১০টায় কপোতক্ষ নদের পাড়ে গনসচেতনা মুলক নাটক দায়িত্ববোধ অনুষ্টিত হয় । বিশ্ব মানবাধিকার সংস্থা ইউনিসেফ’র অর্থায়নে ও সেচ্ছাসেবী সংস্থা জাগরণী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্টিত অনুষ্টানে সাতক্ষীরা জেলার বুধহাটা আনির্বান শিপ্লী গোষ্টি নাটক পরিবেশন করে । অনুষ্টানের আনুষ্টিক ঘোষনা করেন পটকেলঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ শওকত হোসেন । এসময় উপস্থিত ছিলেন সংস্থার এডুকেশন অফিসার নিলিমা খাতুন, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান মোড়ল, সংস্থার পিও আরশাফুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্টান পরিচালনা করেন শিক্ষিকা নারগিস নাহার ।
##