
কামরুজ্জামান মোড়ল ॥
পাটকেলঘাটায় মফিজুল ইসলাম নামে এক ওয়ারেন্টভূক্ত আসামী কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, থানার শুকতিয়া গ্রামের আবু তালেব গাজীর পুত্র মফিজুল গাজী সি আর মামলার আসামী দীর্ঘদিন পলাতক থাকার পর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করে হাজতে পাঠায়। মামলা নং-সি আর ৩১৭/১৫।
##
সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের কাজের ঘোষনা
কামরুজ্জামান মোড়ল ॥
পাটকেলঘাটা থানা সদরের সরুলিয়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মতিয়ার রহমান দায়িত্ব পেয়ে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তার কাজ গুলো সম্পাদন করবেন বলে ঘোষণা দিয়েছেন। গতকাল জুম্মার নামায শেষে থানার বাইগুনি গ্রামে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত মেম্বর পরিতোষ দাশ, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, মেহেদী হাসান, টিপু, আব্দুল ওয়াদুদ, মধু প্রমুখ। এসময় তিনি আরও বলেন, ভিজিএফ এর কার্ড, বিধবা কার্ড সহ সকল সুযোগ সুবিধা প্রাপ্য জনগণকে দেওয়া হবে।