
কামরুজ্জামান মোড়ল / মাহফুজুর রহমান মধু :
পাটকেলঘাটায় সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগ আয়োজিত বঙ্গবন্ধু বিজয় দিবস কাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। খেলা একদিকে অংশগ্রহন করে যুগিপুকুরিয়া ওয়ার্ড একাদশ এবং অন্য দিকে কাশিপুর ওয়ার্ড একাদশ। খেলায় যুগিপুকুরিয়া ওয়ার্ড একাদশ ১-০গোলে কাশিপুর ওয়ার্ড একাদশকে পরাজিত করে। খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এড. আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, হাবিবুর রহমান পিন্টু, উপাধক্ষ্য আতিয়ার রহমান, প্রধান শিক্ষক বাবলুর রহমান, শেখ মঞ্জুরুল ইসলাম, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি মাষ্টার শেখ আব্দুল হাই, পুলক কুমার পাল, আহবায়ক শেখ মতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা মিনহাজ্ব মুনমুন, খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন শিমুল। খেলার ধারাভাষ্য প্রদান করেন মাষ্টার অলিউর রহমান ও ডাঃ আব্দুল কুদ্দুস।