পাটকেলঘাটায় খাবার খেয়ে একই পরিবারের ৭সদস্য অসুস্থ : স্বর্নালংকার সহ টাকা চুরি


389 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাটকেলঘাটায় খাবার খেয়ে একই পরিবারের ৭সদস্য অসুস্থ : স্বর্নালংকার সহ টাকা চুরি
ডিসেম্বর ২১, ২০১৫ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

মাহফুজুর রহমান মধু :
পাটকেলঘাটায় রান্না করা খাবার খেয়ে একই পরিবারের ৭সদস্য অসুস্থ হয়ে পড়েছে। পারিবারিক সুত্রে জানা গেছে থানার ভারসা গ্রামে আবুল বাশারের পরিবারে সদস্যরা রাতে রান্না করা খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে ,এ সময় রাতে ঘর থেকে ২টা স্বর্নের রুলি,১টা স¦র্নের চেইন ও নগদ টাকা চুরি করে  নিয়ে চলে যায়।

ধারনা করা হচ্ছে প্রতারক চক্ররা  রাতেই সবার অজান্তে খাবারের সাথে বিষক্রিয়া মিশিয়ে এধরনের কর্মকান্ড ঘটিয়েছে। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অসুস্থ  খসরুল ইসলাম (৫৫) পিতা আবুল বাশার, খসরুল আলমের স্ত্রী  সালেহা বেগম (৬৬) বাশারের স্ত্রী  কদবানু বিবি (৭০)মনিরাম পুর থেকে আসা আতœীয়  তোহফা বেগম (৪৫) স্বামী মিজানুর রহমান, পিংকি (২৬) ইতি (১৩) কে উদ্ধার করে  স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। এ রিপোট লেখা পর্যন্ত অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।