
অমিত কুমার ::
তালা উপজেলার মাগুরা ইউনিয়নের দু’কর্ণধর সদ্য ঘোষিত জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনিত মুখার্জি ও জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজা সুলতানা রুবিকে গনসংবর্ধনা প্রদান করা হয়। মাগুরা নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভা তপন ব্যানার্জির সভাপতিত্বে ও তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ আব্দুল হালিম টুটুলের পরিচালনায় শুক্রবার সন্ধ্যা ৬টায় মাগুরা কলি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান আতিথি হিসাবে বক্তব্য রাখে সংবর্ধিত প্রধান অতিথি অনিত মুখার্জি । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সদ্য জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজা সুলতানা রুবি,আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা পাড়,তালা উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাংবাদিক আব্দুল জব্বর,তালা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন,কৃষকলীগ নেতা শংকর কুমার দাশ,গোপাল বসু,সুনিল দাশ,দেবাশীষ মুখার্জি,উত্তম কুমার সেন,বিধান দাশ প্রমুখ। জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহম্মেদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার পূর্বে জেলা কমিটিকে স্বাগত জানিয়ে একটি র্যালি মাগুরা বাজারে প্রদক্ষিন করে।