
কামরুজ্জামান মোড়ল :
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের হাতে দু’জন আহত হয়েছে। রোববার রাতে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, পাটকেলঘাটা কালিবাড়ী রোডে রমেন কাশ্যপীর বাড়ীতে রোববার রাত ২টার দিকে ৬/৭ জনের ডাকাতদল বাড়ীর গ্রীল ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে । এসময় ডাকাতদের হাতে রমেন কাশ্যপী (৫৫) ও তার স্ত্রী রাধা রানী (৪৮) কে ধারাল অস্ত্র দিয়ে জখম করে একজোড়া স্বর্নের কানের দুল ছিড়ে নিয়ে যায়। তাদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে হয়েছে। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ডাকাতির ঘটনায় জড়ীতদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।