
মাহফুজুর রহমান মধু , পাটকেলঘাটা :
পাটকেলঘাটায় থানা সদরে কলেজ রোডে মমতাজ টেলিকম ও শান্ত ভ্যারাইটি কসমেটিক দোকানে চুরি হয়েছে । সোমবার গভীর রাতে চোর সেন্ডিকেটের সদস্যরা দোকানের টিনের চাউনির উপরে উঠে টিন কেটে নগদ ৫৫ হাজার টাকাসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে যায়।
শান্ত ভারাইটির মালিক মিলন বলেন, খুব সকালে দোকানে আসি। তার পর সার্টার খুলে দেখি ভিতরে এলোমলো অবস্থায় মালপত্র ক্যাশ বাক্স পড়ে আছে । তার পর আমি আমার ছোট ভাই মমতাজ টেলিকমের মালিক আব্দুল আলিমকে বিষয়টি জানালে সাথে সাথে আব্দুল আলিম এসে তার দোকান খুলে দেখে বিকাশে পাঠানো জন্য ক্যাশে নগদ রেখে যাওয়া টাকা নেই । এ বিষয়ে পাটকেলঘাটা থানায় অভিযোগ দেয়া হয়েছে।