
কামরুজ্জামন মোড়ল, পাটকেলঘাটা :
‘‘আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি এক চির উন্নত শির’’- শ্লোগানে পাটকেলঘাটায় পালিত হলো ১১৭ তম নজরুল জন্ম জয়ন্তী উৎসব। তালা উপজেলা শাখার পাটকেলঘাটা নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের আয়োজনে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার বিকাল ৫ টায় র্যালিটি ঢাক ঢোল বাজিয়ে পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিম পার্শ্বে নিজ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা শাখার নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক কুমার ইন্দ্রজিৎ সাধুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সভাপতি পুলক কুমার পাল, শিল্পী পরিষদের সহ-সভাপতি সুব্রত কুমার দাশ, অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতা, প্রভাষক নাজমুল হক, জাতীয় কৃষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক আদিত্য কুমার মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন প্রভাষক অভিজিত কুমার মিত্র, মাষ্টার শাহিনুর রহমান, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম, শামসুর রহমান, আশিষ কুমার, মিনহাজ মুনমুন, রাহুল কুমার সহ নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের শিক্ষার্থীবৃন্দ। এসময় বক্তারা বলেন, নজরুল ছিলেন প্রেমের, সাম্যের, বিদ্রোহী, অসাম্প্রদায়িক চেতনার ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী কবি। আমাদেরকে তার জ্ঞানে জ্ঞাণান্বিত হয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে তার জ্ঞান ছড়িয়ে দিতে হবে।