
স্টাফ রিপোর্টার : পাটকেলঘাটায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু যুগিপুকুরিয়া গ্রামের সাইফুল সরদারের মেয়ে শুভা (০৫) ও শরিফুল সরদারের ছেলে শুভ ( ০৪)।
স্থানীয়রা জানান, শুভা ও শুভ বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধান বশতঃ তারা পানিতে পড়ে যায়। এরপর তাদের সেখানে মৃত্যু হয়। পরে তাদের স্বজনরা অনেক খোজাখুজির এক পর্যায়ে পুকুরে পানিতে নেমে তাদের মরাদেহ উদ্ধার করে।
এদিকে, সাইফুল সরদার ও শরিফুল সরদারের স্ত্রীসহ তাদের স্বজনরা একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
অপরদিকে, আপন দুই চাচাতো ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুই ভাই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।##