
মো: কামরুজ্জামান মোড়ল :
পাটকেলঘাটা থানা পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে রেহাই পেল বরপক্ষ।
পাটকেলঘাটা থানা সূত্রে জানা যায় ,বড়বিলা গ্রামে সিরাজুল মোড়লে কন্যা শাহানাজ (১৪) এর সঙ্গে যশোর জেলার কেশবপুর থানার যোপদোহি গ্রামের হামেদ আলির পুত্র রুবেল (১৯) এর বিবাহের আয়োজন চলছিল । খবর পেয়ে কমিউনিটি পুলিশের সহযোগিতায় সোমবার দুপুরে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হওয়ার আগেই বর পক্ষ সেখান থেকে সটকে পড়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী শাহানাজ ।