
কামরুজ্জামান মোড়ল :
পাটকেলঘাটায় পুলিশের হস্তক্ষেপে বন্ধ হল বাল্য বিবাহ । বৃহস্পতিবার দুপুর ১টায় থানার যুগীপুকুরিয়া গ্রামে মোশারফ হোসনের কন্যা সুমাইয়া আক্তার(১২) এর বিয়ের আয়োজন করা হয়। বিবাহের সব প্রস্তুতি প্রায় সম্পূর্ন । হঠাৎ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিবাহ বন্ধ করতে থানার ওসি তরিকুল ইসলাম ওই বােিড়তে হাজির ।
একই থানার শুকতিয়া গ্রামে জহর আলী পুত্র শফিকুল ইসলাম(২৮) সাথে বিবাহ হওয়া কথা ছিল। পুলিশের আসার সংবাদ পেয়ে বর পক্ষ পালিয়ে যায় বরপক্ষ।