
অমিত কুমার, পাটকেলঘাটা ::
পাটকেলঘাটায় বর্ণাঢ্য র্যালী, শিশু সমাবেশ ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ পালিত হয়েছে।
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আজ বিকাল ৫টায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের পরিচালনায় দলীয় কার্যালয়ে কেককাটা,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন প্রতিপাদ্য বিষয় হলো ”বঙ্গবন্ধুর জন্মদিন”রঙ ছড়ানো আলো লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’
আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক এড. শেখ আব্দুস সামাদ,দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামালীগ নেতা শেখ আনছার আলী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীরীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক খান ওহেদুল ইসলাম সজীব, হাবিবুর রহমান পিন্টু, বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা কৃষকলীগের সহ সভাপতি সম আতিয়ার রহমান, নগরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম আক্তারুল আলম, মফিদুল ইসলাম, মাহফুজুর রহমান মধু,শাহাজান আলী, আলমগীর হোসেন, আব্দুরউপ সরুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি সবিতা দাস সাধারন সম্পাদক রাফেজা বেগম প্রমুখ।