পাটকেলঘাটায় বাল্য বিবাহ : ঘটকের ১ হাজার টাকা জরিমানা


464 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাটকেলঘাটায় বাল্য বিবাহ : ঘটকের ১ হাজার টাকা জরিমানা
মার্চ ১৬, ২০১৮ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অমিত কুমার,পাটকেলঘাটা ::
পাটকেলঘাটায় বাল্য বিবাহে সহযোগীতা ও সরকারী আদেশ অমান্য করার অপরাধে ইবাদুল নামে এক ঘটককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন। সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে পাটকেলঘাটার দুখু (১৩) পাগল নামে পরিচিত কে ৬ষ্ট শ্রেণী পড়–য়া এক কন্যার সাথে বিয়ে দেওয়ার অপরাধে পাটকেলঘাটা থানা পুলিশ পল্লী বিদ্যুৎ রোডে বসবাসকারী আব্দুল জব্বার গাজীর পুত্র ঘটন ইবদুল (৪২)কে আটক করে। পরে পুলিশ ১৫ মার্চ রাতেই ভ্রাম্যমান আদালতের বিচারক তালা উপজেলা কর্মকর্তা ফরিদ হোসেনের কাছে নিয়ে গেলে বিচারক দন্ডবিধি ১৮৮ ধারায় ইবাদুলকে ১ হাজার টাকা জরিমানা করে।