
স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র শাহীনুর রহমানের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১২টার সময় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ভৈরব নগর মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে । চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধায় শাহীন মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম ভয়েস অব সাতক্ষীরাকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায় পাটকেলঘাটা থানার মিঠাবাড়ী গ্রামের আবুল কালামের পুত্র নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের ৮ম শ্রেনির ছাত্র নসিমনে চড়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল।শাহীনুর শেখ (১৩) ও অপর ছাত্র রাশিদুল হক রানা (১৪) এ সময় খুলনা গামী বাস নসিমনটিকে ধাক্কাদিলে স্কুল ছাত্র ছিটকে পড়ে দুজন আহত হয়।মারাত্বক আহত অবস্থায় স্থানীয় জনতা স্কুল ছাত্রকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে খুমেক হাসপাতালে ভর্তি করে। সন্ধা ৭টার দিকে শাহীনুর শেখ (১৩) এর মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান,পুলিশ ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে এসেছে।
স্কুল ছাত্র শাহীনুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।