
পাটকেলঘাটা প্রতিনিধি :
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্যবসায়ী লিয়াকাত হাজীর বাড়ীতে একটি খেজুর গাছে সৌদি আরবের খেজুর ধরেছে। জানা গেছে লিয়াকাত হাজী ২০০৯ সালে হজ্বব্রত পালনে সৌদি আরবে জান। সেখান থেকে তিনি সৌদি খেজুর নিয়ে আসেন ।খেজুর খাওয়ার পর বাড়ীর আঙ্গিনায় একটি বীজ পুতে রাখেন গাছটি বেশ বড় হয়ে উঠে। এ বছর ১১টি খাদি খেজুর ধরেছে। তিনি জানান প্রচন্ড তাপদাহ যখন চলছিল সে সময় তিনি অন্যের পরামর্শে গাছের গোড়ায় পানি দেন। পানি দেওয়ার কারনে গাছের খেজুর ঝরে গিয়েছিল। বর্তমানে ৩/৪দিন বৃষ্টির কারনে প্রতি দিন গাছ থেকে খেজুর ঝরে পড়তে দেখা যাচ্ছে। গতকাল সকালে তার কাছে জানতে চাইলে তিনি বলেন গাছটিতে বেশ খেজুর হয়েছে কিন্ত ঝরে পড়ার কারন আপনাদের মাধ্যমে কৃষি কর্মকর্তাদের পরামর্শ চাই। এ ব্যপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম জানান যেহেতু সৌদি আরবের খেজুর মরুভুমি এলাকায় চাষ হয়। সেক্ষেত্রে মনে হয় আবহাওয়া জর্নিত কারনে খেজুর ঝরে যেতে পারে । এ ব্যাপারে আমাদের কৃষি কর্মকর্তা বিষয়টি সরেজমিনে দেখে এসে একটা পরামর্শ দেওয়া হবে।