
মাহফুজুর রহমান মধু, পাটকেলঘাটা :
সাতক্ষীরার পাটকেলঘাটায় বিভিন্ন হোটেল ও মিষ্টি দোকানে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সকাল ১০টার সময় তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুলিয়া সুকায়নার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদন্ড দেওয়া হয়েছে। এ সময় পাটকেলঘাটা বাজারের ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে ২০ হাজার, জনতা হোটলে ২ হাজার ৫ শ টাকা, উৎসব হোটেলে ১ হাজার ৫শ টাকা, ঘোষ ডেয়ারীতে ২ হাজার ৫শ টাকা ও অপূর্ব হোটেলে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
##
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের শোক প্রকাশ
পাটকেলঘাটা(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক উদয় ঘোষের মাতা নলিনী বালা ঘোষ বুধবার রাত ৮টায় বাধ্যক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০ বছর। তার মৃত্যুতে শোক ও শোক সন্তাপ্ত পরিবােের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন- সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, সহ-সভাপতি শেখ আব্দুল করিম, কালিপদ দাশ, অহিদুজ্জামান হিরা, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, রাশিদুল হক মনা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাহফুজুর রহমান মধু, আওয়ামীলীগ নেতা আনারুর ইসলাম, শেখ টিপু সুলতান, মধুসূদন বিশ্বাস, আজিবর রহমান, জলিল ফকির, বিশ্বনাথ ঘোষ, সুজল সন্দী, তাপস কাশ্যাপী, আদিত্য দাশ, আসমত সরদার, আবুল হোসেন সরদার, মান্নান বিশ্বাস, শ্যামল কুমার বাচ্চু, মাহবুব হোসেন মিন্টু, যুবলীগ নেতা সাংবাদিক আবু হোসেন সহ কমিটির সকল নেতৃবৃন্দ ও ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকবৃন্দ। অন্যদিকে সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি মীর আবুল কালাম আজাদ মিলন অনুরূপভাবে শোক প্রকাশ করেন।