
মাহফুজুর রহমান মধু, পাটকেলঘাটা :
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় এক বিধবার মৃত্যু নিয়ে এলাকায় ধ্রুমজাল জালের সৃষ্টি হয়েছে। পুলিশ বিধবার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটা তৈলকুপি (টেংরামারী) গ্রামের মৃত জহুরুল মোড়লের স্ত্রী সুফিয়া বেগম ছবির (৫০) গলায় রশি দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বাথরুমের ভিতর থেকে। এঘটনায় দুপুর ১টার দিকে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল রির্পোট শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা পাঠিয়েছে।
এদিকে, নিহতের পরিবারের দাবী, ছবি বেগম মানসিক প্রতিবন্দ্বী ছিল। সে আত্মহত্যা করেছে। অপর দিকে নিহতের নিকট আতœীয় স্বজনের দাবী, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে, গলায় রশি দিয়ে, বাথরুমের ভিতরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এটা হত্যা না আতœহত্যা তা এখনই বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
্