
অমিত কুমার/শেখ আরিফুল ইসলাম আশা ::
সাতক্ষীরা খুলনা মহাসড়কের শাকদহা ব্রীজে মাইক্রোবাস ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন । কুমিরার আবদুল কুদ্দুস নিহত হয়েছে।আহতদের কয়েকজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুই জনের অবস্থা আশংকাজনক।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোল্লা জাকির হোসেন ভয়েস অব সাতক্ষীরাকে জানান,আজ রোববার বিকালে তালা উপজেলার শাকদহা ব্রীজের ওপর এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা ফায়ার ব্রিগেডের একটি অ্যাম্বুলেন্সে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশংকাজনক।
আহতরা হলেন তালার মুহুন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল হোসেন, কালিগঞ্জ মহতপুরের হোসনে আরা খাতুন, মোমিনুর রহমান, মোকলেছুর রহমান, তাসলিমা খাতুন, বালিথা গ্রামের আসমা খাতুন, উত্তর কাটিয়ার সেলিনা খাতুন, কেশবপুরের রাফিজা খাতুন, ধলবাড়িয়ার নজরুল ইসলাম ও কাটিয়ার পিংকু।
##