পাটকেলঘাটায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১


324 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাটকেলঘাটায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
সেপ্টেম্বর ৯, ২০২২ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ::

সাতক্ষীরার পাটকেলঘাটার শুভাষিনী নামক স্থানে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কুমিরা মহিলা ডিগ্রিকলেজের চতুর্থ শেণির কর্মচারী মনিরুল ইসলাম (৪০) নিহত হয়েছে। মনিরুল ইসলাম পাটকেলঘাটার লালচন্দ্রপুর গ্রামের বজলুর রহমানের পুত্র।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় ভয়েস অব সাতক্ষীরাকে এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের ভাই সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, মনিরুল ইসলাম বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মোটর সাইকেল চালিয়ে খুলনার দিকে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে আসা মদনপুর গ্রামের আবুল কাসেমের পুত্র আলআমিনের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি মারাত্বক আহত হন।তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মনিরুলের মৃত্যু হয়।রাত ১১ টার পরে মরদেহ গ্রামের বাড়ি লালচন্দ্র পুর গ্রামে আনা হলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।শুক্রবার সকাল ১০ টায় জানাজা নামাজ শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়।

#