
কামরুজ্জামান মোড়ল :
তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় ফয়সাল সরদার (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটকেলঘাটা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করেছে।
নিহত ফয়সাল সরদার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের শাহাজান সরদারের ছেলে ও পাটকেলঘাটা ছিদ্দিকিয়া কওমী মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শী জানান, ফয়সাল বাইসাইকেলে যোগে পাটকেলঘাটা বাজারে যাচ্ছিল। পথিমথ্যে পাটকেলঘাটা থানার সামনে পৌঁছুলে তাকে একটি সিমেন্ট বোঝায় ট্রাক ধাক্কা দিলে সে ট্রাকের তলায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নিহত হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ##