
॥ অমিত কুমার ॥
সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা বাজার তদারকি টিমের সদস্যরা।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টা পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো:নাজমুল হাসান। এ সময় জুজখোলা এলাকার হাবিবর রহমানের কৃত্রিম গুড় উৎপাদনের কারখানা থেকে ২০০ কেজি ভেজাল গুড় আটক করে সেগুলো বিনষ্ট করা হয় এবং ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
টিমের সদস্যরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থার পাটকেলঘাটা বাজারের মেসার্স কামরুল স্টোরে ১ হাজার, আচিমতলায় টাটা ফুডস প্রোডাক্টস কারখানায় ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শরীফ মোঃ আব্দুল মতিন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব জেলা সদস্য মো:সাকিবুর রহমান প্রমুখ।