
পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটায় ৩৮ হাজার জালটাকাসহ এক জনকে আটক করেছে স্থানীয় জনতা। জানা গেছে, পাটকেলঘাটা থানার গরুহাটা রোডের শংকর সু ষ্টোর থেকে বুধবার সন্ধা সাড়ে সাতটার দিকে তৈলকুপী গ্রামের শহিদুল সরদারের ছেলে জাহিদ হাসান(২৪) শংকর সু-স্টোরে জুতা নেকার জন্য আসে। ক্রেতা জাহিদ হাসান দোকানদারকে ৫শ টাকার নোট দিলে,নোটটি জাল বলে সন্দেহ হলে দোকানদার তার সাথে চ্যালেঞ্জ করে । এ সময় তার কাছ থেকে আরো ৭৫ খানা ৫শ টাকার জাল নোট পাওয়া যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করে জনতা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, খবর পেয়ে আমরা তাকে থানায় নিয়ে আসি। তার কাছে একই নাম্বারের সবুজ রংঙের ৭৬ খানা ৫শ টাকার নোট পাওয়া গেছে যার প্রত্যেকটির নাম্বর খ ঢ০১৮৩৮৩১। বর্তমানে জাহিদুল নানার বাড়ী লালচন্দ্রপুর গ্রামে বসবাস করে। এব্যাপারে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।