পাটকেলঘাটায় ৪ জুয়াড়ি আটক


387 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাটকেলঘাটায়  ৪ জুয়াড়ি আটক
সেপ্টেম্বর ১৭, ২০১৫ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

পাটকেলঘাটা প্রতিনিধি:
পাটকেলঘাটা থানা পুলিশ বিভিন্ন অপরাধে ৪জনকে আটক করেছে।

জানা গেছে বুধবার রাতে থানার ধানদিয়া গ্রামের আকছেদ মোড়লের পুত্র বিল্লাহ হোসেন(৩৫) বারাত মোনহর পুর গ্রামের মৃত ফজলুল করিমের পুত্র ছাত্তার মোড়ল(৫৫) কে সি আর মামলায় ও একই থানার লালচন্দ্রপুর গ্রামের সামছুর শেখের পুত্র আব্দুল মালেক (৫০) একই গ্রামের জাকির হোসেনের পুত্র আবির হোসেন(২৯) কে জুয়া খেলার অপরাধেু আটক করে জেল হাজতে পাঠায়।