
কামরুজ্জামান মোড়ল ::
তালা উপজেলার পাটকেলঘাটা খাদ্য গুদামে চাল ও গম সংগ্রহ ২০১৭ শনিবার দুপুর ১২টা সময় উপজেলা সংগ্রহ কমিটি’র সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ লিটন আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাঝারুল আনোয়ার, মিল মালিক সমিতি’র সভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন রনজু, সাধারন সম্পাদক প্রনায় পাল, পাটকেলঘাটা প্রেসক্লাবে শেখ আব্দুল
হাই, বিশ্বাস অটো রাইচ মিল মালিক মুশফিকুর রহমান, তপন দাশ, আমজাদ হোসেন, গোপাল রায়, বরুণ মজুমদার আরো অনেকে। এসময় রাকিব অটো রাইস মিল মালিক আলহাজ্ব এবাদুল ইসলাম এর নিকট ৩৪ টাকা কেজি দরে থেকে ৫ মেট্রিক টন চাল ও যুগীপুকুরিয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেনের নিকট থেকে ২৮টাকা কেজি দরে ২ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়।
##