পাটকেলঘাটা প্রেসক্লাবে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন


406 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাটকেলঘাটা প্রেসক্লাবে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন
ডিসেম্বর ১০, ২০১৫ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কামরুজ্জামান মোড়ল, পাটকেলঘাটা :
পাটকেলঘাটায় এক মুক্তিযোদ্ধাকে বসত বাড়ী থেকে টেনে হিচড়ে মারপিট ও ভোগদখলীয় জমি জবর দখলের ঘটনা ঘটেছে।
শনিবার এ দখলের ঘটনায় বৃহস্পতিবার বেলা ১২টায় ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা পাটকেলঘাটা প্রেসকাøাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

জনকীর্ণ সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্যে তালা থানার চাঁদকাটি গ্রামের ক্ষতিগ্রস্থ মুিক্তযোদ্ধা গাজী ওসমান গনি (৭০) বলেন- বিগত ১৮বছর পূর্বে ২৫-০৫-১৯৯৭ ইং সালে ২৪৩২নং রেজিষ্ট্রি কোবলামূলে রাজেন্দ্রপুর মৌজার এস, এ ৫২৫ খতিয়ানের ৩৯৭ দাগে বর্তমান জরিপ ২৫২৫ খতিয়ানে ১২৭৮ ডিপির ৬৬শতক সম্পত্তির মধ্যে ১৬.৫শতক সম্পত্তি খরিদ পূর্বক শান্তিপূর্ণ ভোগদখলে আছি।

দীর্ঘ ১৮ বছরের ভোগদখলীকার সম্পত্তি থেকে বিতাড়িত করার হীনমন্যে লালচন্দ্রপুর গ্রামে মৃতঃ মহাতাব শেখের পুত্র ভূমিদস্যু, নাশকতা সৃষ্টিকারী জায়ামাত নেতা মুনছুর শেখ(৫৫) ও তার স্ত্রী উপজেলা জামায়েতের রুকন ময়না বেগম(৪৮) এর নেতৃত্বে ১৫/১৬ জনের একদল সন্ত্রাসী গত শনিবার সকাল ১০টার দিকে প্রকাশ্যে সম্পত্তির মধ্যে বসত ঘরে ঢুকে আমাকে টেনে হিচড়ে বাহিরে বের করে দেয়।

এ সময় তার সন্ত্রাসী বাহিনীর হাতে থাকা লাঠি দিয়ে আমাকে মারপিঠ করে কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় এবং আমাকে জীবন নাশের হুমকি দেয়।