
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
পাটকেলঘাটার কালিবাড়ীর গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর গতকাল দুপুর ১টায় উদ্বোধন করা হয় । এ উপলক্ষ্যে সকাল ১০টা থেকে মন্দির প্রাঙ্গনে ভক্ত মন্ডলীর উপস্থিতিতে প্রার্থনা, কীর্তণ এবং মাঙ্গলিক ক্রিয়া কর্ম অনুষ্ঠিত হয়। এর পর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি ও হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু ও বিশিষ্ট্য শিল্পপতি কালিমন্দিরের সভাপতি চিত্ত মজুমদার এবং মানিক পাল। এ সময় উপস্থিত ছিলেন সুখেন ঘোষ,গোবিন্দ সাধু, পুলক পাল ইন্দ্রজিৎ সাধু, দেবাশীষ বিশ্বাস, হারান পাল, অলিক পাল সহ পাটকেলেশ্বরী কালি মন্দিরের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্য বৃন্দ। অনুষ্ঠানে পৌরহিত্য করেন শিক্ষক দিলিপ ভট্টাচার্য।
##
পাটকেলঘাটা কুমিরায় এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন
পাটকেলঘাটা প্রতিনিধি ॥
তালার কুমিরায় এসএসসি পরীক্ষা’ ২০১৬ এর কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় পাটকেলঘাটার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে কমিটি গঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাশের পরিচালনায় এবং তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন। এসময় কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক গৌতম কুমার দাশ , খলিষখালী কে এম এস সি কলেজিয়েট স্কুল কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম ও আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বাবলূর রহমানকে কেন্দ্র সচিব করে কমিটি গঠন করা হয়। আগামী এসএসসি পরীক্ষা সুষ্ঠু এবং নির্বিগ্নে পরিচালনা করার লক্ষ্যে সকল প্রস্তুতি সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে তালা উপজেলার ২৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া কুমিরা কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র কমিটি গঠিত হয়।