
মাহফুজুর রহমান মধু,পাটকেলঘাটা প্রতিনিধি:
পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের এমপি এড. মুস্তফা লুৎফুল্লাহ। বুধবার দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন বিদ্যালয় পরিদর্শন কালে তিনি ছাত্র ছাত্রী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেনও তাদের লেখা পড়ার খোজ খবর নেন । শিক্ষার্থীদের আদর্শ মানুষ করে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। বর্তমানে বিদ্যালয়টির ছাদ দিয়ে পানি পড়ে জীবনের ঝুকি নিয়ে কোমল মতি শিক্ষার্থীরা পড়া লেখা করছে। তিনি শিক্ষকদের নিকট বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা মাঠ ও জলাবদ্ধতাসহ নানা সমস্যা সমাধানে তাদের আশ্বস্থ করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,নগরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জান লিপু,বিটিভি জেলা প্রতিনিধি সাংবাদিক মোজাফ্ফর রহমান,কামরুল ইসলাম,শিক্ষক আব্দু রব পলাশ,ভার প্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম মিন্টু,সহকারী শিক্ষক অলিউল ইসলাম,শাহানা বুলবুল মুন,রেক্রোনা পারভীন প্রমুখ।
##
সড়ক দূর্ঘটনায় আহত পাটকেলঘাটার ব্যবসায়ী নুরুল হক মারা গেছে
পাটকেলঘাটা প্রতিনিধি :
মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কুমিরার ব্যবসায়ী নুরুল হক ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘ ১৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর বুধবার ভোর রাতে মারা গেছে।
গত ২১ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর নামকস্থানে দু’যাত্রী বাহী বাসের সংঘর্ষ ঘটে। এসময় কুমিরা গ্রামের হানেদ গাজীর পুত্র নুরল হক (৩২) উক্ত বাসের যাত্রী ছিলেন। ঢাকা মেডিকেলে নূরুল হকের মাথাসহ শরীরে ২/৩ টি অপারেশন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২কন্যা,পিতা,মাতা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
##
পাটকেলঘাটা কলেজ ছাত্রলীগের বর্ধিত সভা
পাটকেলঘাটা প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ পাটকেলঘাটা কলেজ শাখার উদ্যোগে বর্ধিত সভা বুধবার বিকাল ৪টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয় । সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান,বিশেস াতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপস্থিত ছিলেন শেখ আওয়াল, আরাফাত, শাহীন, আলামিন, সোহাগ, আব্দুল্লাহ, তরিকুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মিনহাজ্ব মুনমুন।