
মাহফুজুর রহমান মধু, পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, চৌগাছা গ্রামের শেখ ফজলুল করিমের পুত্র আরিজুল শেখ (৩২),একই গ্রামের শেখ আব্দুর রউপের পুত্র আবু সাঈদ (৩৪),কাশিয়াডাঙ্গা গ্রামের আনার শেখের পুত্র মশিয়ার শেখ(৩২),একই গ্রামের হান্নান গাজীর পুত্র আলামিন গাজী (২৯) ও দুধলাই গ্রামের সামছের মোড়লের পুত্র শহিদুল(৪২) কে আটক করে পুলিশ। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
তালায় ২য় স্তরের ছবিতোলার কাজ ৩০ নভেম্বর শুরু হবে
পাটকেলঘাটা ( সাতক্ষীরা) প্রতিনিধি :
তালায় স্মার্টকার্ড ধারীদের ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম ২০১৫ এর ছবি তোলার কাজ প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষার জন্য ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর ও ১লা ডিসেম্বর খলিষখালী ইউনিয়ন, খলিষখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২,৩ জালালপুর ইউনিয়ন পরিষদ, ৪.৫,খলিল নগর ইউনিয়ন পরিষদ, ৬,৭ খেশরা ইউনিয়ন পরিষদ নির্ধারিত স্থানে ছবিতোলা হবে। ৮ ও ৯ রা ডিসেম্বর তালা ইউনিয়নের ভোটারদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছবি তোলা হবে। এছাড়া উপজেলার বাদ পড়া ভোটারদের ১০ ডিসেম্বর নিবন্ধন করা হবে। উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান ২য় পর্যায়ে ০২.০১.১৯৯৮ থেকে ০১.০১.২০০০ যাদের জন্ম কেবলমাত্র তাদের ছবি তোলা হবে। গতকাল শনিবার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছবি তোলার কাজ অনুষ্ঠিত হয়