
পাটকেলঘাটা সংবাদ ॥ যুবলীগ ও ছাত্রলীগের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাহফুজুর রহমান মধু পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটার কুমিরায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় কুমিরা ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে প্রীতি ফুটবলম্যাচ অনুষ্টিত হয়। খেলা ১-১ গোলে ড্র হয়। খেলা উদ্বোধন করেন তালা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী তবিবর রহমান, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
###
পাটকেলঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা
পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার বিবরনে জানা গেছে থানার ধানদিয়া ইউনিয়নের দক্ষিন সারসা গ্রামের অষ্টম শ্রেনী স্কুল পড়ুয়া ছাত্রী (১৪) কে প্রায়ই পাশ্ববতী আবুল গাজীর পুত্র আব্দুস সালাম স্কুলে যাওয়ার পথে নানারকম কুপ্রস্তাব দেয়। গত ২৫ আগষ্ট সন্ধা সাড়ে সাতটার সময় বাড়ী থেকে আব্দুস সালাম ও তার সহযোগিরা তাকে বাড়ীর পাশে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গত ২৭ আগষ্ট দক্ষিন সারসা গ্রামের আবুল গাজীর পুত্র আব্দুস সালাম ও আরও তিন জনের নাম উল্লেখ করে পাটকেলঘাটা থানায় ধর্ষন মামলা দায়ের করে মামলা নং-১২ তারিখ ২৭-০৮-১৫। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরিপোট লেখা পর্যন্ত মেয়ের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।