পাটকেলঘাটা সংবাদ ॥ সরুলিয়া ইউনিয়নের ইউপি প্রার্থীদের গনসংযোগ


459 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাটকেলঘাটা সংবাদ ॥  সরুলিয়া ইউনিয়নের ইউপি প্রার্থীদের গনসংযোগ
মার্চ ১৫, ২০১৬ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

মাহফুজুর রহমান মধু, পাটকেলঘাটা :
আসন্ন ইউপি নির্বাচনে পাটকেলঘাটার সরুলিয়া  ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য  প্রার্থী মোঃ আবুবক্কর সিদ্দিীকী আঙ্গুর মোরগ প্রতীক ও আব্দুর রাজ্জাক মোড়ল টিউবঅয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বিন্দিতা করছেন, প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দারে দারে ভোট প্রার্থনা করে চলেছেন। সাথে সাথে  নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন।
##

পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের ইউপি সদস্য প্রার্থী নিজামউদ্দীনের গনসংযোগ
পাটকেলঘাটা ( সাতক্ষীরা) প্রতিনিধি :
আসন্ন ইউপি নির্বাচনে পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ নিজাম উদ্দীন ফুটবল প্রতীকে সকলের দোয়া সমর্থন কামনা করে চলেছেন। কুমিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় পাড়ায় গনসংযোগকালে ফুটবল প্রতীকে ভোট প্রদান ও সকলের নিকট দোয়া কামনা করেছেন।
##
কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মেধা প্রতিযোগিতায় বিরাট সাফল্য।

পাটকেলঘাটা ( সাতক্ষীরা) প্রতিনিধি :
মঙ্গলবার সকাল ১০টায় তালা বিদে সরকারী হাই স্কুলে অনুষ্টিত তালা উপজেলা ব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সর্বমোট ৮ ক্যাটাগরির মধ্যে কুমিরা বহুমুখী বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ টিতে প্রথম স্থান অধিকার করে। গনিত ও কম্পিউটারে নাহিদ মোস্তফা, ভাষা ও সাহিত্যে পৃথা ভট্টাচার্য, গনিত ও কম্পিউটারে(খ)তে অংকিতা বসাক, দৈনন্দিন বিজ্ঞানে নুসরাত নিশাত ও ভাষা ও সাহিত্য(খ)তে যারিন তাসনিম ইরা এই সাফল্য অর্জন করে। বিদ্যালয়ের এই সাফল্যে ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়াম্যান ঘোষ সনৎ কুমার ও প্রধান শিক্ষক সুকৃতি রায় সকলকে অভিনন্দন জানিয়েছেন।