পাটকেলঘাটা সংবাদ ॥ ৮দলীয় ফুটবল টুর্নামের্ন্টে চুকনগর একাদশ ফাইনালে


431 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
পাটকেলঘাটা সংবাদ ॥ ৮দলীয় ফুটবল টুর্নামের্ন্টে চুকনগর একাদশ ফাইনালে
ডিসেম্বর ৭, ২০১৫ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার :
পাটকেলঘাটা বিএন স্পোটিংক্লাব সরুলিয়া আয়োজিত ৮ দলীয় নক আউট ফুটবল খেলার ১ম সেমি ফাইনাল খেলা সোমবার বিকাল ৪টায় সরুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় ট্রাইব্রেকারে চুকনগর একাদশ ৪-৩গোলে দলুয়া একাদশকে পরাজিত করে।আনিস উদ্দীনের সভাপতিত্বে  খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী সাবেক সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাষ্টার শেখ আব্দুল হাই,বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা অসিত কুমার ঘোষ,সাবেক ইউপি সদস্য আবুল হোসেন,ইউপি সদস্য জয়নাল হোসেন, ডাঃ রফিকুল ইসলাম, ডাঃআলমগীর, জাহিদ সরদার।
##

তালা উপজেলার কুমিরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার দেশবন্ধু এ্যাওয়ার্ড গ্রহণ
পাটকেলঘাটা প্রতিনিধি :
তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য সনদপত্র ও স্বর্ণপদক উপহারে ভূষিত হয়েছেন। ডিপ্রাইভড পিপলস রাইটস প্রিজার্ভেশন সোসাইটি’র আয়োজনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শাইনিং পার্সনালিটি এ্যাওয়ার্ড ২০১৫ গত শনিবার বিকাল ৫ টায় ঢাকার পেসিফিক সোনারগাও হোটেলের মেঘনা হলে এ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়।
সানজিদা মিলার সঞ্চালনায় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মাদ জয়নুল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীপ হুইপ আ.স.ম ফিরোজ রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবঃপ্রাপ্ত বিচারপতি শিকদার মকবুল হক, অবঃপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আবু কাওসার মোহাম্মাদ দর্বিরুস্থান , বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার ব্যূরোর মহাসচিব ড. মোহাম্মাদ শাহাজান প্রমুখ। ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মহাতœা গান্ধী স্বর্নপদক, ন্যানসেল ম্যান্ডেলা স্বর্ণপদক সহ শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন।
##
তালার শাহাজাতপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়
পাইকগাছার গজালিয়া  ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

পাটকেলঘাটা প্রতিনিধি :
তালার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর ইফসুফ স্মৃতি সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল খেলার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকাল ৩.৩০ টায় শাহাজাতপুর হাইস্কুল মাঠে মাষ্টার আমিনুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, প্রাক্তন চেয়ারম্যান এম এম ফজলুল হক, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন,  খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, আ’লীগ নেতা রাজিব হোসেন রাজু, পাড় গোলাম মোস্তফা, খোরশেদ আলম, মুর্শিদা পারভীন পাপড়ী, পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ হাদিউজ্জামান হাদি প্রমুখ। খেলায় একদিকে অংশ গ্রহণ করে তালা সাগর ফিস ফুটবল একাদশ এবং অপর দিকে জোর প্রতিদ্বন্দীতা করে পাইকগাছার গজালিয়া ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাইকগাছার গজালিয়া ফুটবল একাদশ ১-০ তে এগিয়ে থাকেন ও দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে না পারায় শেষ পর্যান্ত গজালিয়া একাদশ চ্যাম্পিয়ন অর্জন করেন। খেলাটি পরিচালনা করেন আবু ওহিদ বাবলু এবং ধারা ভাষ্যকারে ছিলেন আসাদুজ্জামান মিঠু ।